কোথা থেকে এলে, কে দিল ডাক?
বিষাদের মাঝে জাগালে স্বাদ।
শূন্য হৃদয়ে ছুঁড়লে আলো,
তোমার স্পর্শে বাঁধন গাঁথ।

বেদনাগুলো ছুঁয়ে যায় গভীর,
তোমার চোখে জ্বলে এক নীরব দীপ।
মেঘমালা ভেঙে আনলে রোদ,
নিভে যাওয়া প্রাণে দিলে নতুন পথ।

কে তুমি, বলো—দিগন্তের গান?
নাকি রাতজাগা কোনো নক্ষত্রের টান?
তোমার সুরে যেন ঢেউ ওঠে মন,
বিষাদের সাগরে হয় জাগরণ।

তুমি কি স্রষ্টার নিখিল দান?
নাকি হারানো কালের হারমোনিয়াম?
যা-ই হও তুমি, রয়ে যাও চিরকাল,
জীবনের ভেলায় হয়ে নাও পাল।

নবজাগরণ _ মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য