উদিত সূর্যকে মেঘমুক্ত আকাশ দাও,
আলোকিত প্রভাতে নতুন স্বপ্ন গাও।

লাল সালাম তোমাদের ছাত্র জনতা,
প্রতিবাদী কণ্ঠে স্রোতের মত শক্তি ভরিয়ে দেয় ধরণী।

লাল সালাম শহীদ আবু সাঈদ ও সকল শহীদ,
তোমাদের ত্যাগে রচিত ইতিহাসের পাতায় অমর।

তোমাদের রক্তের প্রতিটি বিন্দুতে ফুটেছে স্বাধীনতার ফুল,
তোমরা আছো আমাদের হৃদয়ে, আমাদের সংগ্রামে।

ছাত্র জনতা গণঅভ্যুত্থান,
তোমাদের স্রোতে বদলাবে পৃথিবীর চিত্র।

তোমাদের কণ্ঠে উঠুক অধিকার, ন্যায়ের গান,
স্বপ্নের নীড়ে গড়ে উঠুক নতুন যুগের ভোর।

লাল সালাম উদিত সূর্য - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য