নব নব সাজ সেজেছি আজ,
প্রিয়ারে করিতে আপন।
সোনালী রঙের গোধূলি ছোঁয়া,
স্বপ্নের রঙে বোনা মন।

আকাশের তারা মিটিমিটি হাসে,
চাঁদের আলো ঝরে।
মনের আঙিনায় খুশির রঙ,
সাজিয়ে রাখি ঘরে।

গোলাপি সুরভি বাতাসে মিশে,
গোপন প্রেমের গান।
আলোর প্রদীপ হৃদয়ে জ্বেলে,
তুলেছি ভালোবাসার ধান।

হাতের মেহেদি, চোখে স্বপন,
বুকের মাঝে কাঁপন।
নব নব সাজ, সেজেছি আজ,
প্রিয়ারে করিতে আপন।

বরণ -মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য