তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে?
অন্ধকারে ঢাকা এই নিশীথ রাতে,
তাঁদের অপেক্ষায় মন ছলছলে।
আকাশে আঁকা নতুন রঙের খেলায়,
যেন সৃষ্টি করে নতুন এক গান।
তাঁরা ফিরিবে কি, সেই উজ্জ্বল আলোয়,
যত তরুণ অরুণ ফিরিবে সন্ধান।
প্রতীক্ষার এই পথ কখন শেষ হবে?
তাঁরা কি আসিবে, হৃদয় ভরিবে আলোয়?
সূর্যোদয়ের সাথে নতুন আশার ছোঁয়ায়,
তাঁদের প্রতীক্ষায় বুকের গভীর ভালোয়।
প্রত্যাশার প্রভাত - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য