রহিমা সাজতে খুব ভালো,
রঙ তুলিতে সে ছবি আঁকে আলো,
সুন্দর সাজে নিজেকে ঢেকে,
নীরব চুপে মুগ্ধতা জাগায় দেখে।
রূপের আভা মৃদু হাসির খেলে,
সাজে রহিমা, ভালোবাসার মেলে,
নয়নের কোণে সুখের স্বপ্ন ভরে,
সে সাজে যেনো আকাশ ছুঁয়ে রে।
মনের ক্যানভাসে রঙের খেলা,
রহিমার সাজে বুনে স্বপ্নের মেলা,
সাজের মাঝে লুকায় তার মন,
রহিমা সাজে ভালো, ছন্দের গঠন।
রহিমার সাজ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য