তুমি সুন্দর, রেগে থাকা নয়,
হাসি তোমারে করে মনোহর।
মনের ভাব প্রকাশ করো ভাষায়,
কোপে ভেঙে না ফেলো অপরূপ নীড়।
চোখের জলে ধুয়ে ফেলে দুঃখ,
হাসিমুখে সবারে করো মুগ্ধ।
জীবনের পথে চলো হাতে হাত,
সুখে-দুঃখে থাকবো আমরা পাশে পাশে।
মনের মাঝে প্রেমের আলো জ্বালো,
ভালোবাসায় পৃথিবীকে করো ভরা।
ক্ষমা করে দাও সকলের ভুল,
সুন্দর মনে সুন্দর ভাব লালন করো।
তুমি সুন্দর, রেগে থাকা নয়,
হাসি তোমারে করে মনোহর।
ভালোবাসায় পৃথিবীকে করো আলোকিত,
সুখে-শান্তিতে থাকো সকল দিন।
রাগ তোমার জন্য নয় সুন্দরী - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
১১ ই ফেব্রুয়ারি, বারিধারা, ঢাকা -১২১২।