পূর্বপল্লীর ১০৫ নম্বর বাড়ি,
সেখানে এক বৃক্ষের নিচে,
একাকী বসে আছি,
মনে পড়ে তোমার কথা।
তুমি বলেছিলে,
"ভালোবাসা কখনো মরে না,
তবু মনে রেখো।"
আমি তোমার কথা মনে রেখেছি,
কিন্তু তুমি কোথায়?
আজ বৃষ্টি হচ্ছে,
বৃষ্টির ফোঁটা গুলো,
বৃক্ষের পাতায় ঝরে পড়ছে,
ঠিক তেমনি তোমার স্মৃতি,
আমার মনে ঝরে পড়ছে।
আমি তোমার জন্য অপেক্ষা করছি,
কখন তুমি ফিরে আসবে?
১০৫ পূর্বপল্লী - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
০৮ ফ্রেব্রুয়ারি, ঢাকা।