গারো পাহাড়ের কোলে
শরিফ বেড়ে উঠেছে
প্রকৃতির সাথে তার
আত্মার যোগসাজশ।

প্রকৃতি প্রেমিক
প্রকৃতি ছাড়া থাকতে পারে না সে
প্রকৃতির মাঝে
খুঁজে পায় আত্মার শান্তি।

প্রকৃতির সৌন্দর্য
তাকে মুগ্ধ করে
প্রকৃতির গানে
শান্তি খুঁজে সে।

প্রকৃতির নীরবতা
তাকে শোনায় জীবনের রহস্য
প্রকৃতির ছন্দে
সে হারিয়ে যায়।

শরিফ প্রকৃতির দার্শনিক
প্রকৃতির কথা বলে
প্রকৃতির কথা শোনে
প্রকৃতির সাথে মিশে যায়।

শরিফের মতো মানুষ
ধরিত্রীর সম্পদ
তাদের মতো মানুষদের জন্য
বেঁচে আছে প্রকৃতি।


প্রকৃতির প্রেমিক শরিফ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য