পৃথিবীটা বইয়ের হোক,
জ্ঞানের আলোয় ভরে উঠুক,
অন্ধকার দূর হোক।

বইয়ের পাতায় পাতায়,
লুকিয়ে আছে জীবনের গল্প,
শিক্ষার বীজ বপন হোক।

কল্পনার রঙে রাঙা,
কবিতার ছন্দে গাঁথা,
সৃষ্টির নতুন দিগন্ত উন্মোচিত হোক।

বিজ্ঞানের জ্ঞানে,
মানুষ হোক উন্নত,
সমৃদ্ধির নতুন পথ তৈরি হোক।

ভালোবাসার বন্ধনে,
সকলে হোক ঐক্যবদ্ধ,
সুখ-শান্তির নব দিগন্ত উন্মোচিত হোক।

পৃথিবীটা বইয়ের হোক,
জ্ঞানের আলোয় ভরে উঠুক,
অন্ধকার দূর হোক।

পৃথিবীটা বইয়ের হোক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য