প্রিয় কন্ঠ, তুমি কেমন আছো?
বহুদিন শুনিনা তোমার মধুর গান।
ভীড়ের মাঝে অচেনা সড়কে,
কি আর শুনি তোমার পার্থক্য প্রশ্ন?

সেই অতীতের অধিকার, সেই গোলাপে চুমু,
তোমার বলা সেই 'ভালবাসি' শব্দ কি আজও তুমি বল?
আচ্ছা তোমার কি মনে পড়ে,
সেই অতীতের নীল আকাশের তলে শোনা অমৃত বাণী?

ভোরের রসালো শীতে, বিকেলের অবেলায়,
তোমার কন্ঠে ভাসতে থাকি ভীরু ভালবাসায়।
এখন শুনি কি তুমি আছো একা স্থবির স্থানে?
অথবা আছো অজানা পৃথিবীর অজানা কোণে।

আবার যদি পাথরে হয়ে যাও, আমি জানি তুমি থাকবে সোনার স্পর্শে।
কারণ তোমার সেই ভালবাসির শব্দ, আমার হৃদয়ে রয়েছে অমর স্মৃতির নেশা।

প্রিয় কন্ঠ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য