হৃদয়ের আঙিনায় এক দিন আসে,
প্রিয়জনের ছায়া, চলে যায় দূরে,
মন খুঁজে ফেরে সেই পরিচিত মুখ,
কিন্তু সময়ের ভেলায় ভাসে স্মৃতির ঢেউ।

চোখের জলে লেখা হয় কিছু কথা,
যা বুঝতে পারে শুধু হৃদয়,
ভালবাসার বৃত্ত ভাঙে যখন,
আকাশের নীল, মলিন হয়ে যায়।

প্রিয় বিয়োগ, তুমি তো অনেক দূরে,
তবু থেকে গেলে মনের গোপনে,
তোমার স্মৃতি, তোমার হাসি,
মনে বাজে আজও সেই সুর।

আবার যদি দেখা হয় একদিন,
নতুন করে বাঁধবো জীবন,
প্রিয় বিয়োগ, সেই দিন আসুক,
যেদিন মিলবে আমাদের হৃদয়ের চরণ।

প্রিয় বিয়োগ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য