প্রেমিকার হাতের স্পর্শ,
হৃদয়ে দেয় দোলা,
স্পর্শে জাগে অনুভূতি,
মন বলে কত কথা।

হাতের আঙ্গুল ছুঁলে,
শরীরে বিদ্যুতের ঝলক,
অন্তরে জাগে ঝড়,
কত স্মৃতির ঝলক।

হাতের তালুতে মুখ রেখে,
চোখ বন্ধ করে ভাবি,
এই স্পর্শে সুখী আমি,
কোন দুঃখ নেই আজি।

হাতের লাইনে ভাগ্য খুঁজি,
ভালোবাসার আশায়,
স্পর্শে জাগে আশা,
জীবন হোক সুন্দর, সুখের পূর্ণ।

প্রেমিকার হাতের স্পর্শ,
মনের প্রশান্তি,
স্পর্শে জাগে ভালোবাসা,
কত সুখের অনুভূতি।

প্রেমিকার হাতের স্পর্শ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য