হৃদয় কাঁপে, বুক ধড়ফড়ে,
কল্পনায় ভাসে মন,
স্পর্শের আকাঙ্ক্ষায় বুক জ্বলে,
প্রেমের আগুনে তন।

কিছু না পেয়েও, চাই সব,
তোমারই কাছে থাকতে চাই,
প্রতিশ্রুতির বন্ধনে জড়িয়ে,
সাথে তোমার পথে হাঁটতে চাই।

কিন্তু আজকের প্রেম, কত অদ্ভুত,
উত্তেজনায় শুধু মুখর,
শারীরিক ক্ষুধা মেটাতেই যেন,
সবকিছু ছেড়ে যায় দূর।

এমন প্রেম আমার নয়,
আমার প্রেম কল্পনার,
সামাজিকতার বেড়াজাল ভেঙে,
চাই শুধু তোমার সান্নিধ্য।

কবিতা শেষ, কিন্তু অনুভূতি অমলিন,
প্রেমের স্পর্শ চিরকাল থাকুক মনে গেঁথে,
কল্পনা যেন না হারায় তার রূপ,
সত্যি হোক প্রেম, সুন্দর, মধুর।

প্রেমের স্পর্শ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য