আমার একটা প্রেম হোক,
অবেলায় উদ্যানে বসা হোক,
ঘুম না আসার গল্প হোক।

আমি ভালো আছি কিনা জিজ্ঞেস
না করলেও অনন্ত সে ভালো আছে এটা বলুক।
তবুও আমার একটা প্রেম হোক।

আমার একটা প্রেম হোক
একাকীত্বের মৃত্যু হোক
মৃত্যুর আগে একবার তার সাথে দেখা হোক।

প্রেম ও মৃত্যু - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য