এসো প্রিয়া, এসো আমার পানে,
জীবনের যাত্রায় তুমি হও আমার স্পন্ধনে।

বাতাসে তোমার স্বপ্নের গান বাজে,
চোখের নীলিমায় তোমার স্নেহের ছন্দ প্রজাপতির মত উড়ে যায়।

শোনা যায় নদীর ধারে তোমার হাসির সুর,
অপার সীমানা নেই, তোমার প্রেমের দ্বারে।

এসো প্রিয়া, বন্ধুভুবনের মাঝে,
সত্যির বোধ নিয়ে, হারিয়ে যাওয়া স্মৃতির স্পর্শে।

যখন সূর্য ডুবে যায়, অন্ধকারের কোলে,
তোমার প্রেমের আলো, হারিয়ে যাওয়া জীবনকে জাগিয়ে তুলে।

এসো প্রিয়া, এসো আমার পানে,
জীবনের কাব্যে তুমি হও অনমল অধ্যায়ের শিরোনাম।

প্রেমের আহ্বান - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য