স্বাধীনতা পেয়েছি,
তবুও ভেতরে এক অদৃশ্য ভয়,
স্বৈরাচার পতন হয়েছে বটে,
কিন্তু স্বৈরাচার তন্ত্র মরে যায়নি—
সে বেঁচে আছে নীরবেই,
গোপনে, আমাদের অন্তরে,
আমাদের কাজ আর কথায় ছড়িয়ে।
স্বপ্নের দেশ, স্বাধীন বলি নিজেকে,
তবু কলম ধরলে মাঝরাতে,
হৃদয়ে বাজে এক ভয়ঙ্কর স্পন্দন,
কে যেন আসবে, নিয়ে যাবে গুম করে,
স্বপ্নগুলো স্তব্ধ হয়ে যাবে সেই অন্ধকারে।
পাঁচ বছর পর আসে সেই একই নাটক,
বারবার ফিরে আসে সেই পুরোনো খেলা।
ক্ষমতার মোহে সবাই হয়ে ওঠে স্বৈরাচারী,
আমরা তাদের খেলায় হয়ে যাই পুতুল,
কেউ জেতে, কেউ হারে,
কিন্তু স্বাধীনতার মুখে যেন পড়ে থাকে ছাই।
এই কি সেই স্বাধীনতা?
যে স্বপ্ন আমরা দেখেছিলাম রাত জেগে?
যেখানে বাকস্বাধীনতা ঠাঁই পায় না,
আমার কণ্ঠ যেন থেমে যায় ভয়ের সীমানায়।
ক্ষমতার হাতে বন্দী হয়ে আছে আমার ভাষা,
নীরবে কেঁদে ফেরে মনের অজানা ব্যথা।
ক্ষমতা পেলেই মানুষ কেনো হারায় মনুষ্যত্ব?
স্বাধীনতার নামে চলে অন্ধকারের রাজত্ব।
এই দেশ কি সত্যি স্বাধীন বলো আমায়?
নাকি শুধু এক মায়ার খেলা,
স্বপ্ন ভাঙার ছায়ায় আমরা পথ হারাই।
স্বৈরাচারের নীরব প্রহরীরা,
তারা বদলায় মুখোশ, বদলায় পথ,
তবুও তাদের তন্ত্র রয়ে যায় অটুট,
আমরা কি আসলেই স্বাধীন,
নাকি সেই তন্ত্রের দাসত্বে বন্দী হয়ে রয়েছি?
বাকস্বাধীনতা আজ শিকলে বাঁধা,
ভয়ের ছায়ায় ঢেকে যায় কণ্ঠের ভাষা।
এই দেশ কি তবে সেই, যে দেশে আমি জন্মেছি?
নাকি হারিয়ে গেছে স্বাধীনতার আসল মানে—
ক্ষমতার খেলায় আমরা কেবল শিকারে পরিণত।
স্বৈরাচার প্রতিনিয়ত বদলায় রূপ,
আমাদের স্বাধীনতার নাম করে,
তারা লুট করে আমাদের স্বপ্ন,
আমরা কি কখনো জানতে পারবো,
আসল স্বাধীনতা কোথায়, কার হাতে?
নাকি হারিয়ে যাবে সব,
ক্ষমতার অমোঘ খেলায়?
ক্ষমতা
কবি: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য