একখানা চিঠি দিও
যত্ন করে লিখে,
পথ ভুলে যায় না যেন-
অচেনা অচিন দেশে।

লাল নীল ছুড়ি দিও
দিও ফিতা খানি
তোমার দেওয়া ভালোবাসা
যত্নে রাখি আমি।

যদি পারো সাথে দিও
আভরু,আলতা
তোমার দেওয়া প্রসাধনী
অপেক্ষায় রজনী।

এইসব কিছু  না দিলেও
দিও একখানা চিঠি
চিঠির কামে বুঝে নিব
ভালো বাসো তুমি।

পত্র দিও - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য