কে দিয়েছে রঙিন ঠোঁটে  
স্বপ্ন দেখার বাণী,
কার ছোঁয়াতে মুগ্ধ হয়ে,
হয়েছ উদারীনি।

কে দিয়েছে ললাটে চুম্বন?
শরীর করেছে জয়!
সে কি রয়েছে আজ-ও বিহঙ্গীর মতো!
হৃদয় স্পর্শ করে।

না-কি অনাদি জয় করা পুরুষ,
অন্যথায় অজেয় হয়।
তোমার মতো হাজার তরুণী
এমনি নিঃশেষ হয়।

প্রতারণা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য