শাখায় শাখায় পলাশ ফুলে,
আগুন ঝরে বনে।
বসন্তের আগমনী বার্তা,
নিয়ে আসে এ ফুল মনে।
নীল আকাশের নিচে,
সবুজ পাতায় ঘেরা।
লাল পলাশ ফুলের মালা,
মন করে ভরা।
পাখির কলরব,
মৌমাছির গান।
পলাশ ফুলের সুবাসে,
মন হয়ে যায় বিহ্বল।
পলাশ ফুলের সৌন্দর্যে,
মনের দুঃখ দূর।
জীবনের আনন্দে,
হৃদয় হয় পূর্ণ।
পলাশ ফুল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য