আমি বললাম,
"তোমার জন্য হোক আমার সকল কাব্য।"
সে বলল,
"ধন্যবাদ কবি।"

আমি বললাম,
"ধন্যবাদের সম্পর্কটা অনেক দূরের,
আমরা তো পর কেউ নই।
ধন্যবাদ বরং থাক।"

সে বলল,
"ঠিক আছে কবি।"

আমি বললাম,
"কাছের মানুষের কাছ হতে
ভালোবাসি শব্দটাই শুনতে ভালো লাগে।"

সে আর কোনো কথায় বলেনি...

তোমার জন্য কাব্য - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য