ইদানিং আমার লিখার খুব বেহাল দশা,
ছন্দের ঠিক নেই,
আবেগ নেই অনুভূতি নেই।
কেউ যে ভালবাসবে হৃদয়ে প্রাণের সঞ্চার করবে তার জো নেই।
সব যেনো ফাঁকা ফাঁকা শূন্য মরুভূমি।
আমার আর ভালো লাগে না সকাল বেলায় অফিস,
টাইম মেনটেন করা।
ভালো লাগে না চা কিংবা কফি।
আমাকে কেউ একটি বারের জন্য হলেও ভালো বাসুক।
সারাক্ষণ সঙ্গ দিতে হবে তাও ভালোবাসুক।
মন কে তো বুঝাতে পারব কেউ তো ভালোবাসে।
সবখানে শুধু শূন্যতা।
প্লিজ আসো - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য