সম্ভবত মহাকাল আমাদের টেনে নিচ্ছে
এক অবিরাম সংগ্রামের পানে,
যেখানে গাজীর গর্জন আর শাহাদাতের
রক্তিম শপথে সন্দেহ হবে নিষিদ্ধ।
বিন্দুমাত্র দ্বিধা করবে না সময়,
প্রশ্ন করবে না কে সত্য আর কে মিথ্যা।
এই সংগ্রামে মানচিত্র নয়,
পরিবর্তন হবে অস্তিত্বের ভাষা,
তোমাদের সীমান্তের রেখাগুলো
নির্বাসিত হবে ইতিহাসের পাণ্ডুলিপি থেকে।
তুমি যদি যুদ্ধ আনতে চাও,
জেনে রাখো—
মানচিত্র পরিবর্তন করতে এসো না!
তোমার হাতে ধরা শক্তি
তোমাকেই মুছে দেবে দুনিয়ার মানচিত্র থেকে।
তবে কে জানে,
সম্ভবত মহাকালই একমাত্র ন্যায়ের সাক্ষী,
যেখানে কেবল সত্যের আলো বেঁচে থাকবে
চিরস্থায়ী মহাজগতের বুকে।
কালের রক্তক্ষরণ দুই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য