সম্ভবত মহাকাল আমাদের এক অনন্ত সংগ্রামের দিকে
ধীরে ধীরে, অথচ অবধারিতভাবে ঠেলে দিচ্ছে।
এ এমন এক সংগ্রাম, যেখানে
গাজীর তলোয়ারে আর শাহাদাতের রক্তে
এক বিন্দু সন্দেহেরও জায়গা থাকবে না।
যেখানে সত্য হবে একমাত্র ভাষা,
আর মিথ্যার প্রতিটি শিকড়
উপড়ে ফেলা হবে ন্যায়ের হাতুড়িতে।
তুমি কি বুঝতে পারো না,
এই সংগ্রাম কেবল মাটি বা মানচিত্রের জন্য নয়?
এ সংগ্রাম সত্যের জন্য, আত্মার জন্য,
চিরন্তন আলো আর মানবতার জন্য।
তুমি যদি মানচিত্র আঁকতে চাও নতুন করে,
জেনে রেখো—
তোমার রঙিন রেখাগুলো ধ্বংস হয়ে যাবে
মহাকালের ধুলোঝড়ে।
এই দুনিয়ার মানচিত্র হয়তো থাকবে,
কিন্তু তোমার নাম সেখানে থাকবে না,
তোমার অস্তিত্ব থাকবে না ইতিহাসের কোনো পাতায়।
মহাকালের পথে যদি ন্যায়ের সৈনিক হও,
তাহলে তোমার তলোয়ার হবে পবিত্র,
তোমার রক্ত হবে বিজয়ের চিহ্ন।
তবে যদি অন্যায় আর লোভের মদে মত্ত হও,
তবে জেনে রেখো—
তোমার প্রতিটি স্বপ্ন
চূর্ণ হয়ে যাবে শূন্যতার স্রোতে।
তোমার তৈরি করা সীমানাগুলো
হারিয়ে যাবে ধূলির মতো,
তোমার গড়া সাম্রাজ্য হবে কেবলই
একটি স্মৃতির ভ্রান্তি।
তুমি কি এখনো যুদ্ধ চাও?
তাহলে এসো,
তোমার অস্ত্র নিয়ে এসো,
তোমার অহংকার নিয়ে এসো।
কিন্তু মনে রেখো—
মানচিত্রের রেখাগুলো পরিবর্তন করতে এসো না।
এসো না এমন কিছু নির্মাণ করতে,
যা মানবতার মর্মমূলে আঘাত হানে।
তুমি যদি সত্যের পথ বেছে নাও,
তবে মহাকাল তোমার সাক্ষী হবে,
তোমার নাম লেখা থাকবে
অমরতার সোনালী পাতায়।
কিন্তু যদি অন্যায় নিয়ে এসো,
তবে মহাকাল নিজ হাতে মুছে দেবে
তোমার প্রতিটি অস্তিত্ব,
তোমাকে বিলীন করবে দুনিয়ার মানচিত্র থেকে।
মহাকাল কেবল ন্যায়ের সঙ্গেই বেঁচে থাকে।
এ এমন এক সময়,
যেখানে গাজী আর শাহাদাতের প্রশ্নে
কোনো দ্বিধা, কোনো ভয়,
কোনো অস্পষ্টতার অবকাশ নেই।
কালের রক্তক্ষরণ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য