মানুষ মানুষের সহানুভূতি চায়,
যখন হৃদয় বোঝায় ভার,
যখন একা লাগে পৃথিবীর ভিড়ে,
আর আপনজন হয় কেবলই স্নিগ্ধ স্মার।

সহানুভূতি চায় ভাঙা মন,
যখন স্বপ্নগুলো ভেঙে চুরমার।
চায় এক টুকরো নরম আশ্বাস,
যা মুছে দিতে পারে বেদনাময় আঁধার।

কেন চায় মানুষ এই সহানুভূতি?
কারণ সে খুঁজে ফেরে বোঝার কেউ,
যে শুনবে নীরবতার আর্তি,
যে বুঝবে তার না বলা দহন।

সহানুভূতি চায় মানুষ,
যখন বাঁচার ইচ্ছেটা ম্লান হয়।
কখনও অভাবের তাপে,
কখনও প্রিয়জনের অপমানে হৃদয় ক্ষতবিক্ষত হয়।

কখন চায়?
যখন ভুলে যায় নিজেকে,
যখন হারায় জীবনের দিশা।
কেন চায়?
কারণ মানুষেরই কাছে
মিলতে পারে শান্তি আর নিস্তার।

সহানুভূতি শুধু নয় করুণা,
এ এক অদ্ভুত শক্তি—
যা জাগিয়ে তোলে আশা,
ভেঙে ফেলে একাকীত্বের দুর্গ।
তাই তো মানুষ খুঁজে ফেরে
মানুষের কাছে এক টুকরো অনুভূতির সুরভি।

মানুষ মানুষের সহানুভূতি চায় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য