লে লো লে লো ডিম লে লো,
পানির দামে ডিম লে লো।
বাজারে চলে গেলাম আমি,
ডিমের দাম জিজ্ঞেস করলাম যখন।

দোকানদার হাসে, বলে "দেখ যাও,
পানির দামে এখন ডিম পাও।"
আমি ভাবি, কি সুখ এ দিনে,
শীত আসছে, ডিম ভাজি করব প্রতিদিন।

স্কুলে, কলেজে, বা অফিসে,
ডিমের রোমাঞ্চ নেই কোনো মহার্ঘ।
লে লো লে লো ডিম লে লো,
পানির দামে সুখ পেলো সবাই।

পানির দামে ডিম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য