শূন্যতায় ভরে আছে আকাশ,
নিঃশব্দে বেজে ওঠে পাখির ডানা।
কত দিন তোমার সাথে আমার কথা হয়না,
মনে হচ্ছে যেন থেমে গেছে সময়ের ধারা।
মনে পড়ে,
হাসি-খুশির দিনগুলো,
কথা বলা, গান গাওয়া,
সব মিলিয়ে এক অপূর্ব জগৎ ছিলো।
আজ সেই সব যেন স্বপ্নের মতো,
দূরে চলে গেছে অজানার দিকে।
থাকলেও স্মৃতি,
তবুও মনটা কেমন যেন অস্থির।
কতদিন তোমার সাথে দেখা হয়নি,
কথা বলা হয়নি।
এই না হওয়া কথা গুলো অনেক সুন্দর,
তবুও মনটা কেমন যেন খাঁচায় বন্দী।
আশা করি,
এই দীর্ঘ অপেক্ষার শেষ হবে একদিন।
আবারও দেখা হবে,
কথা হবে,
হাসি-খুশিতে ভরে উঠবে দিন।
ততদিন পর্যন্ত,
স্মৃতিতেই তোমাকে খুঁজে পাবো।
এই অপেক্ষার বেদনা সইয়ে,
করবো তোমার আসার অপেক্ষা।
পাখির ডানা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য