পাহাড়ি কন্যা তুমি লো,
নীল আকাশের নীল শাড়ি
বেঁধেছো দেহে,
সবুজ চাদর গায়ে
রাঙিয়েছো সবুজ বনে।

শিউলী ফুলের মালা গাঁথা
খোঁপায়,
পাহাড়ের বুকে
তোমার হেঁটে যাওয়া
আমার মনে মোহ জাগায়।

তুমি যে পাহাড়ের কন্যা
আমি তা জানি,
তবুও তোমাকে
আমি ভালোবেসেছি।

তোমার চোখের তারায়
আকাশের তারার মায়া,
তোমার ঠোঁটে
ফুলের মধুর হাসি।

তোমার হাসির ছন্দে
আমার হৃদয় কেঁপে উঠে,
তোমার মায়ায়
আমি হারিয়ে যাই।

পাহাড়ি কন্যা তুমি লো,
আমার ভালোবাসার পাত্রী,
আমি তোমাকে
সারাজীবন ভালোবাসবো।


পাহাড়ি কন্যা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য