উঁচু উঁচু পাহাড়,
আকাশ ছোঁয়া চূড়া।
পাহাড়ের বিশালতা,
মনে হয় আকাশ ছুঁয়ে যায়।

পাহাড়ের গায়ে,
সবুজ গাছের সমারোহ।
পাহাড়ের পাদদেশে,
ঝর্ণার কলকল ধ্বনি।

পাহাড়ের কোলে,
মেঘের খেলা।
পাহাড়ের মাঝে,
সুর্যের আলোর ঝলকানি।

পাহাড়ের বিশালতা,
মনকে করে বিমুগ্ধ।
পাহাড়ের সৌন্দর্য,
মনকে করে উৎফুল্ল।

পাহাড়ের বিশালতা,
প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি।
পাহাড়ের সৌন্দর্য,
মানুষের হৃদয়ে অনন্ত প্রেরণার উৎস।


পাহাড়ের বিশালতা  - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য