আমাকে সারা জীবন তোমার কাছে রেখে দিও,
কেউ যদি জিজ্ঞাসা করে আমি কে?
তুমি বলে দিও—
আমি তোমার হৃদয়ের মালিক,
তোমার শ্বাসের মধ্যে লুকিয়ে থাকা নীরব ধ্বনি,
তোমার চোখের গভীরে জ্বলতে থাকা চিরন্তন আলো।

আমি সেই অশ্রু, যা গোপনে ঝরে,
আমি সেই সুখ, যা তোমার অন্তরে বসত গড়ে,
আমি তোমার হারিয়ে যাওয়া বিকেলের রং,
আমি তোমার রাতের নির্জনতার সঙ্গ।

আমাকে হারিও না কোনোদিন,
ভুলেও দূরে ঠেলো না একটুও,
আমি আকাশের তারা হয়ে ঝরবো তোমার বুকে,
আমি মাটির মতো ধরে রাখবো তোমার শেকড়।

যদি কেউ কখনো জানতে চায়—
আমি কে?
তুমি শুধু মৃদু হাসবে,
আর বলবে— "সে-ই তো আমি!"