আজকাল "ভালোবাসি" কথাটা বড্ড সস্তা হয়ে গেছে,
অর্থের চাকরি এবং কামের দাস্যে প্রেম শব্দটি হারিয়ে গেছে।

এখন আর কেউ ভালোবাসে না,
ভালোবাসার নাটকে এখন সবাই হচ্ছে শ্রেষ্ঠ অভিনেতা।

বারবার "ভালোবাসি" কথাটা কেবল অভিনয়,
কি নিখুঁত শিল্পী তুমি, কথার জালে ফাঁসাও।


অভিনয় - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য