চঞ্চল রোজা বিস্তীর্ণ মন
চায় শুধু ভালোবাসুক প্রিয়জন।
চঞ্চল রোজা অভিমানী মন
অভিমান তার মূর্ত ভাবনায়।
ভালোবাসা পাওয়ার অভিমান,
কেউ একটু কাঁধে নিয়ে ঘুরুক তার অভিমান।
চঞ্চল রোজা ভ্রান্তির মন,
ভ্রান্তি ভুলে সে চায় শান্তির ঘর।
চঞ্চল রোজা আশাবাদী মন,
আশা নিয়ে সে চলে, বুকের মধ্যে জন্মানো প্রাণ।
চঞ্চল রোজা ভেবেছে মনে,
এক দিন হবে পূর্ণ, অপূর্ণ সব আশা।
অভিমানী রোজা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।