যতই ভাবেন হালকা,
মারেন যত খুশি খোটা...
বুক চিতিয়ে বুলেট খাবো,
ভাঙবো প্রথা 'কোটা'।
নয়নে আগুন জ্বলে,
মনে সংগ্রামের ঝড়।
মাটির গন্ধে বাঁচবো,
জীবনটা হবে নবর।
গলায় গলায় বন্ধন,
একসাথে চলার পণ।
হৃদয়ে হোক শক্তি,
যুদ্ধে জয় করবো ধন।
ধৈর্য রাখি বুকে,
আসবে একদিন আলোর সকাল।
অপেক্ষায় রয়েছি,
শান্তির হবে প্রতীকাল।
অটুট সাহস - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#SaveBangladeshiStudents