কে কারে করিলো প্রেমের আকুতি,
নিবেদন করলো প্রাণ।
হয়না খোজ আর বায়না ওয়ালার,
পিওন হয়েছে ম্লান।
চোখের জলে ভেসে যায় স্মৃতি,
হৃদয়ে বেদনার কাঁটা।
কখনো মিলন, কখনো বিরহ,
এই প্রেমেরই খেলা।
কতবার বলেছি, "ভালোবাসি",
কতবার শুনেছো, "ভালোবাসি"।
তবুও কেন এই অশান্তি,
কেন এই মনের বেদনা?
হয়তো ভুল বুঝাবুঝি,
হয়তো ভাগ্যের ঈর্ষা।
কিন্তু এই দূরত্ব কেন সইব না,
এই বিরহ কেন সইব না।
ফিরে এসো প্রিয়তমা,
তোমারই জন্য তৃষ্ণার্ত মন।
আবার গান গাইবো, কবিতা লিখবো,
তোমারই সুরে, তোমারই ছন্দে।
তুমি ছাড়া জীবন শূন্য,
তুমি ছাড়া মন অস্থির।
ফিরে এসো প্রিয়তমা,
তোমারই জন্য অপেক্ষা করে হৃদয়।
অস্থির মন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য