বুঝিনি তো এমন করে
বাসবো ভালো তোকে,
অবাক হয়ে তাকিয়ে থাকি
তোর মুখপানে।

যখন আমি দেখিরে তোর
হাসি ভরা মুখ,
হৃদয় আমার ভরে ওঠে
পাই যে বড় সুখ।

আঁধার ঘরে তুই যে আমার
পূর্ণ চাঁদের আলো,
দূর করে দিস আমার মনের
মলিনতার কালো।

অসীম প্রেম - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য