অপ্রস্তুত অনিয়ম
হঠাৎ আসে অঝর ধারা,
ঝড়ের ঝাপটা,
মনটা হয় হতবুদ্ধি,
ভেসে যায় সব ধারণা।

অপ্রস্তুত অবস্থায়,
হারিয়ে যায় সব নিয়ম,
কী করবো, কী করবো,
জানা থাকে না কোনো বিধান।

জীবনের পথে,
প্রতি পদক্ষেপে,
অপ্রস্তুত অনিয়ম,
আসে হাজির হয়ে হঠাৎ করেই।

কখনো সুখের ঝলক,
কখনো দুঃখের ঝড়,
অপ্রস্তুত মন, ভেঙে পড়ে,
হয়ে যায় অস্থির।

তবুও লড়াই চলতে থাকে,
থামে না জীবনের ধারা,
অপ্রস্তুত অনিয়মের মধ্যেও,
খুঁজে বের করতে হয় নিজের পথ।

আশা আর বিশ্বাসের আলো,
জ্বালিয়ে রাখতে হবে মনে,
অপ্রস্তুত অনিয়ম,
হারিয়ে ফেলতে পারবে না আমাদের সাহস।

অপ্রস্তুত অনিয়ম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য