কথা ছিলো একটি পতাকা পেল
আমার ভাইয়েরা আর বুক পেতে দিবে না
বন্দুকের গুলির সামনে।
কথা ছিলো যদি স্বাধীনতা পাই
অধিকার আদায়ে মাঠে নামবে না ছাত্রসমাজ।
ঢাবি, চবি, জাবি, রুয়েট, বুয়েট হবেনা রণক্ষেত্র।
মেনে নিব সকল অধিকার।
কিন্তু কথা রাখেনি দেশ,
স্বাধীনতার ৫৩ বছর পরেও আমি মুখ খুলে বলতে পারিনা আমি স্বাধীন।
আমার অধিকার চাইতে পারি না, লিখতে পারি না, বলতে পারিনা ভয়ে।
এই বুঝি আমি স্বাধীন, এই আমার স্বাধীন দেশ?
স্বপ্ন ছিলো স্বাধীনতায় মিলবে শান্তি,
কিন্তু আজও রক্ত ঝরে অধিকার খুঁজতে।
সেই আশা, সেই আস্থা, কোথায় যেন হারিয়ে যায়
স্বাধীনতার নামে এখনও দেখি শৃঙ্খলিত মিথ্যা সান্ত্বনা।
তবুও আমি স্বপ্ন দেখি,
একদিন আসবে আলো,
সেই দিন, সেই মুহূর্ত,
যখন সত্যি স্বাধীনতার পতাকা উড়বে গৌরবে,
আমার দেশ হবে প্রকৃত স্বাধীন।
অপূর্ণ স্বাধীনতা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য