মানুষের মুখোশের আড়ালে,
লুকিয়ে আছে কত কালো ছাল।
তাদের সামনে হাসি,
কত অশ্রু লুকাই কত বার।

প্রিয় হতে তাদের কাছে,
কাঁদলাম কতবার।
অথচ রবের কাছে,
কত অপ্রিয় হয়ে গেছি,
তা ভুলে গেলাম বারবার।

মানুষের প্রশংসায়,
ফুলে উঠে মন।
রবের অসন্তুষ্টি,
কোন দিন করে না বিচলিত।

মানুষের কথা,
হয়ে যায় মনের খোরাক।
রবের বাণী,
থাকে অবহেলিত, অন্ধকার।

এই মনোভাব কত ভয়ানক,
কত ক্ষণস্থায়ী এই জীবন।
রবের কাছে প্রিয় হতে,
পরিবর্তন করতে হবে মন।

মানুষের ভালোবাসা,
হোক দ্বিতীয়।
প্রথম হোক রবের সন্তুষ্টি,
এই হোক জীবনের নীতি।

অপ্রিয় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য