হৃদয়ের সব প্রেমগীত
ধরে রাখা যায়না,
কবিতায় সমস্ত সুর-ছন্দ
সব অভিলাষা প্রেম ঢেলেও!
যেখানে আদৌ কোনো ভালবাসা নেই
ছিলোনা কখনোই;
ছিলোনা কোনো প্রেম স্পর্শ
তবু খুব করে ছুঁয়ে থাকা কেনো!

একদিন সে হারাবে, হারাবেই;
হারাবে দূর-অদূর-বহুদূর
বিচ্ছেদই যার একমাত্র শেষ পথ;
অজানার পথ কোনো!

জীবনের পথে চলতে চলতে
সবাই তো ভুল করে,
কেউ-বা আবার সবটা জেনেও
ভুলেই জীবন গড়ে।

ভুলগুলো সব হয় না রে ফুল
হলে ভালোই হতো,
ওই ভুল নদীতে সাঁতার কেটেই
থাকতো যে যার মতো!

উপায় তো নাই, সময়টা হায়!
হিসেব রাখছে জমা!
মানুষের কাছে ক্ষমা থাকলেও
সময় দেবে না ক্ষমা।

অনুভূতির অনুরণ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য