ভোরে কুয়াশায় হাটবে হাত রেখে,
চোখে চোখ রেখে,
আলোর ঝিকিমিকি ভেজা হাওয়ায়,
শুধু আমরা দুজনে।
সন্ধ্যেবেলা বিউলি রুটে,
বা নীলক্ষেতের বইয়ের দোকানে,
তোমার প্রিয় লেখকের কবিতা শুনব,
আমিও আবৃত্তি করবো।
তোমার জীবনের গল্প শুনব,
আমার জীবনের গল্প বলব,
ভালোবাসার কথা,
হাসি-কান্নার কথা,
আশা-নিরাশার কথা।
তোমার চোখের তারায় হারিয়ে যাব,
তোমার ঠোঁটের হাসিতে মগ্ন হবো,
তোমার স্পর্শে মুগ্ধ হবো,
তোমার ভালোবাসায় অন্ধ হবো।
অনেক কথা ছিলো বলার,
অনেক কথা ছিলো শুনবার,
কিন্তু বলা হলো না,
শুনতে হলো না।
সময়ের ব্যবধানে,
অনুভূতির দূরত্বে,
চাইলেও বলা হলো না,
শুনতে হলো না।
তবুও মনে পড়ে,
তোমার হাতের ছোঁয়া,
তোমার চোখের দৃষ্টি,
তোমার হাসির ঝিলিক,
তোমার ভালোবাসার ছোঁয়া।
অনেক কথা ছিলো,
অনেক কথা রয়ে গেলো বলার।
অনেক কথা ছিলো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য