না আজ আর কবিতা লিখতে ইচ্ছে হয় না,
হয় না বারবার ভালোবাসি বলতে,
নিজেকে সব কিছু হতে গুটিয়ে নিতে ইচ্ছে হয় এখন।
অনেক হয়েছে ওসব।
মনটা আজ ভারী ভারী,
যেন একটা বড় পাথরের চাপে পড়ে আছে।
কিছুই ভালো লাগে না,
কোন কিছুতেই মন বসতে চায় না।
শুধু একটাই ইচ্ছে,
নিজেকে একা ছেড়ে দেওয়া।
মানুষের ভিড় থেকে দূরে সরে গিয়ে,
এক নিঝুম জঙ্গলে হারিয়ে যাওয়া।
সেখানে থাকব আমি আর আমার কবিতা,
এবং আমার একাকীত্ব।
এখানে আর থাকতে পারছি না আমি,
এখানে আর ভালো লাগছে না।
অনেক হয়েছে ওসব।
অনেক হয়েছে ওসব - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য