ব্রহ্মপুত্রের তীরে, সেখানে রয়েছে
হাজারো প্রেমিক প্রেমিকার মিলন মেলা।
প্রাকৃতিক সৌন্দর্যের সারি সারি ছায়া,
জয়নুল আবেদিন পার্কে খেলে নতুন স্বপ্ন দেখা।
ফুচকা, চটপট খাওয়া,
সৌন্দর্যে মুগ্ধ জনতার বেলা।
তবু সবার মাঝে দেখি আমি—
তোমায় শুধু খুঁজে পাই না!
একদিন, এই সৌন্দর্যের পাশে
দেহটা সমাহিত হবে নিশ্চয়ই।
ব্রহ্মপুত্রের কল কল ধ্বনি,
শীতল করবে প্রাণ আমার শিরায় শিরায়।
এই ময়মনসিংহ, শিক্ষার প্রাণ,
সুন্দর লীলাভূমি, হৃদয়ের গান।
তবু সব সৌন্দর্যের মাঝে,
তোমায় ছাড়া মিটে না আমার প্রাণের তৃষ্ণা।
ব্রহ্মপুত্রের তীরে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য