শুভ জন্মদিন, ওমর ফারুক,
তোমার কন্ঠের শোক।
প্রতি শব্দে লুকিয়ে আছে ভালোবাসার যত্ন নেয়া একটি বুক।
কন্ঠের মাধুর্যে ভরে উঠুক জগতের প্রতি স্নেহ,
না পাওয়া ভালোবাসাও তোমার কণ্ঠে পেয়ে যাক সুখ।
তোমার কন্ঠ সুন্দর, সুন্দর মনের মানুষ,
জন্মদিনে তোমার জীবন ভরে উঠুক না পাওয়া সুখ।
ওমর ফারুক - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য