চিঠি দিও, সাথে রেশমি চুড়ি,
যদি পারো আলতা দিও, এক গুচ্ছ গোলাপ।
নয়নে যার এমন নেশা,
সুরায় মেশে বিষ,
মন আজ বড্ড একা,
তোমায় চাইছে অহর্নিশ।
এক পেয়ালা গরল দাও;
মরন চায় এ মন,
আজকে যত অশিনী সংকেত,
শরীর পুড়াবে করেছে পণ।
অঘটন ঘটে যদি কোন,
আজ ঘটতে দাও,
অনেক কালের আকাঙ্খা,
পূরণ করে নাও।
অহর্নিশ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য