নীরবতার মাঝেও জ্বলে প্রতিবাদ,
একটা মুখ থামিয়ে দিলে, হাজারটা মুখে ঝড়ে কাব্য-শব্দরাশি,
কেউ থামাতে পারে না, এই বিপ্লবের স্রোত।

অন্তরে জমে থাকা শব্দের ঝাঁপ,
চেপে রাখা সাহসের কন্ঠস্বর,
বন্দি হয়ে থাকা নীরবতা ভাঙতে,
একমুখ থামালে কি হবে?

একটা মুখ থামিয়ে দিলে,
হাজারটা মুখে সাহসের জন্ম হয়,
চুপ করাতে চাইলেই কি চুপ করানো যায়,
প্রতিবাদের ভাষা থামানো কি সহজ?

নীরবতার রুদ্ধ কন্ঠ খুলে,
একটা মুখ থামাতে চাও,
কিন্তু চুপ করাতে পারবে না,
প্রতিবাদে জেগে ওঠা এই দেশের সাহস।

তুমি থামিয়ে দাও,
একটা মুখ, কিন্তু
হাজারটা মুখে জাগবে,
অন্যায়ের বিরুদ্ধে স্বর।

তুমি থামাতে চাও,
কিন্তু চুপ করাতে পারবে না,
অন্যায়ের প্রতিবাদে,
সাহসী মুখ গর্জে উঠবে হাজারে হাজারে।

অদম্য প্রতিবাদ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান ।
#কাব্য