আজ করিলে অবহেলা প্রিয়া,
কাল করিবে বরণ,
তবুও থাকবে মনে,
থাকবে আজীবন।
স্মৃতির পাতায় লেখা,
অক্ষয় অমলিন,
হৃদয়ের কোণে গোপন,
বেদনার কাঁটা বিন।
সুখ-দুঃখের মিশ্রণে,
জীবন চলবে চলতে,
প্রিয়ার অবহেলা,
মনে থাকবে গল্পের মতো।
সময়ের সাথে সাথে,
বদলে যাবে অনেক,
কিন্তু হৃদয়ের গভীরে,
প্রিয়ার স্মৃতি থাকবে এক।
অবহেলায় হলেও,
প্রিয়ার স্থান অটুট,
হৃদয়ের সিংহাসনে,
রাজত্ব করবে চিরকাল।
তাই অবহেলা ভুলে,
স্মরণ করো প্রিয়ার,
প্রেমের বন্ধনে জড়িয়ে,
করো জীবন সুন্দর।
অবহেলার দান - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য