পুরাতন বছরের বিদায়,
নতুন বছরের সমাগত।
আশা আর স্বপ্নের আলো,
নতুন বছরের সাথে।
গত বছরের সকল ভুল,
ভুলে যাও আজ।
নতুন বছরের নতুন পাতায়,
লিখো নতুন স্বপ্ন।
নতুন বছরের সকল দিন,
হোক সুখ আর আনন্দে ভরা।
সকলের জীবনে,
থাকুক সুখ, শান্তি আর সমৃদ্ধি।
নতুন বছর - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য