আজি অরণ্যে ফুটেছে ফুল ❀
বিহঙ্গী সমতালে;স্নিগ্ধ প্রাণ দলে
ভালোবাসা,ভালো লাগা একই স্থানে।

মনো হরিণীর হাসি কারিল মন
প্রেমতাপ বহে আঁখি পানে,
ওহে নন্দিনী! নন্দিত সময়
আপন কর মোরে।

প্রত্যেহ ওঠে রবি খরতাপ দিয়ে
তেমনি প্রাণোনাথ পোড়ায় মোরে।
অল্পের চেয়ে বেশি,বেশির কম;
বলে প্রিয়সী ভালোবাসি।

নন্দিনীর প্রেম - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য