শেষ বিকেলে নদীর পাড়ে,
আকাশে কেটে যাচ্ছে আলোর সারা।
বসে আছি একা, মন সোজা নয়,
দক্ষিনা বাতাস এনে দেয় পুরানো স্মৃতির খেলা।

নদীর ছল ছল শব্দ, মনের স্বপ্ন ভাসিয়ে যায়,
যেন গোধূলির গান, সন্ধ্যা মেলায় হারিয়ে যায়।
দূরে কোথাও সূর্য অস্ত হয়ে গেছে,
সঙ্গিনী হারিয়ে, একলা নদী কাঁদে ধীরে ধীরে।

আকাশের নীলিমা, অন্ধকারে ঢাকা,
দক্ষিনা বাতাসে জমে উঠে আমার যত অসমাপ্ত কথা।
প্রতিধ্বনির মধ্যে, নদীর সুরে মিলে,
মহাকালের দিকে যাচ্ছে সময়ের এ অন্তিম পারা।

নদীর সন্ধ্যা-প্রতিধ্বনি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য