তুমি কি আকাশ দেখো ?
আকাশ ! ধবধবে আকাশ ?
সাদা নীল মেঘের ভেলা ।
সে কি আমার মত ভালোবাসে?
আকাশের মত ?
গান গায় পাখির মত,
তার মনের ভিতর কি সবুজ আরণ্যের বাস ?
সে কি ফুল ভালোবাসে? আমার মত !
নাকি ফুলবিহীন নিষ্প্রাণ কে ভালোবাস তুমি ?
নিষ্প্রাণ- মোহাম্মাদ শেখ শাহিনুর রহমান ।
#কাব্য