কে রাখে কার খোঁজ
নিরবতায় সব অবুঝ,
হৃদয় আজ ব্যাথিত খুব,
চার দেওয়ালে বন্ধী সব।

কে রাখে কার খোঁজ ,
অশ্রুঝরা দিন কবে যাবে,
কবে ফুটবে আশার আলো,
এই প্রশ্ন মনে ঘুরে।

শূন্যতায় ভরে আকাশ,
হৃদয় কাঁটাছেঁড়া,
কে দেবে আমায় সান্ত্বনা,
কে বুঝবে আমার বেদনা।

চাই একটু স্পর্শ,
চাই একটু ভালোবাসা,
এই নিঃসঙ্গ জীবনে,
চাই একটু আশার আলো।

কবে হবে ভোরবেলা,
কবে উঠবে সূর্য,
কবে মুখ দেখাবো তার,
যার জন্য বেদনা সব।

নিরবতায় অবুঝ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য